সরাইল থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , ৮ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। রোববার(৭ মার্চ) বিকালে সরাইল থানা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া -৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,
সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ,
সরাইল থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা ও শহীদ বুদ্ধিজীবির একমাত্র সন্তান এডভোকেট তানবির হোসেন কাউছার, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ নোমান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন,
সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান ও জেলা পরিষদ সদস্য মোঃ পায়েল হোসেন মৃধাসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন