
সরাইলে ফুটবল টূর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উকিল আবদুস সাত্তার ভূইঁয়া এমপি
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। আজ রোববার(৬অক্টোবর) উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে আলীমুদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উক্ত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাকশিমুল একাদশ ও রানীদিয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় পাকশিমুল একাদশ বিজয়ী হয়। জয়ধরকান্দি ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার সুযোগ্য পুত্র মাইনুল হাসান তুষার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোঃ নুর আলমসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকমন্ডলী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন