সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন মিয়া(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তার দুলা ভাই মন মিয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াছিন মিয়া শাহজাদাপুর পশ্চিম সড়কপাড়ার আলী হোসেনের পুত্র। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাদাপুর গ্রামের মন মিয়ার বাড়িতে বিদ্যুৎ এর খুটিঁ থেকে বৈদ্যুতিক লাইন টানার সময় অসাবধানতাবশত: মন মিয়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে গুরুতর আহত হন। এসময় মন মিয়ার শ্যালক ইয়াছিন মিয়া দুলা ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় গুরুতর আহত মন মিয়াকে স্থানয়ি লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নোয়াজ আহমেদ খান বলেন, শাহজাদাপুর গ্রামে নিজে নিজে লাইন টানতে গিয়ে ইয়াছিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় মন মিয়া আহত হয়েছে। বিষয়টি আমরা জেনেছি। তারা নিজেরাই লাইন টেনে এ বিপদ ডেকে আনেন।
আপনার মন্তব্য লিখুন