সরাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার উদ্যোগে আজ শনিবার(১৪অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আনাস ইবনে মালেক ও ডা: সামসুল আরেফিন মেডিকেল ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। উপজেলার প্রত্যন্ত এলাকা জয়ধরকান্দি গ্রামের সর্বস্তরের রোগীদের মাঝে উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন