সরাইলে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ১২ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১জুলাই মঙ্গলবার সন্ধায় শাহবাজপুর আওয়ামীলীগের কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মো: শফিকুর রহমান। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ফাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম কালন। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মৃধা । বক্তব্য রাখেন কৃষকলীগের নেতা ডা: মীর মোশাররফ হোসেন কাউছার ,শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ মো: কাইয়ুম, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জিয়ামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জহিরুল ইসলাম সুজন, কৃষক মো: ফারুক মিয়া, মো: সাজু মিয়া, মো: শামীম মিয়া প্রমুখ। উপজেলা কৃষকলীগের সভাপতি মো: শফিকুর রহমান সম্মেলনের শেষের দিকে মো: ফাইজুল ইসলামকে সভাপতি, মীর মোশাররফ হোসেন কাউছারকে সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট শাহবাজপুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করেন ।
আপনার মন্তব্য লিখুন