সরাইলে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সরাইলে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারা দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার(৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের দর্গাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে এ দন্ড দেওয়া হয়। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসানসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৯ টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় স্থানীয় একটি মাজারের উরশকে কেন্দ্র করে কতিপয় মানুষ জুয়া খেলতেছিল। এই জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম হয়, এলাকার জুয়ারিরা গণ উপদ্রবের সৃষ্টি করে এবং উরশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে। এই সময় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটককৃত দুইজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, স্থানীয় জনগণ উরশকে কেন্দ্র করে জুয়াসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন বরাবর আবেদন করার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন