সরাইলে সৌদি প্রবাসীর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , ৭ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
সরাইলে সৌদি প্রবাসীর লাশ উদ্ধার
এম এ করিম সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অহিদ মিয়া (৫৫) নামে সৌদিআরব প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (৭ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা- বড়বুল্লা সড়কের মাঝামাঝি শশ্মানের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। অহিদ মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বুল্লা গ্রামের প্রয়াত রুপা মিয়ার পুত্র।
জানা যায়, মঙ্গলবার (৬ জুন) বিকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে যাননি। আজ বুধবার (৭ জুন) সকালে পথচারী লাশটি দেখতে পায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন-যাপন করে দেশে এসে নিজস্ব পুকুরে মৎস চাষ করতেন অহিদ মিয়া। প্রবাসে লোক নেওয়াকে কেন্দ্র করে একই এলাকার এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শুত্রুতা ছিল অহিদ মিয়ার। এর জের ধরে বিগত সময়ে অহিদ মিয়ার নিজের পুকুরে চাষ করা মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ব্যপারে অহিদ মিয়ার পক্ষ থেকে মামলাও করা হয়।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন