১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের উদ্যোগে সরাইলের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকব৷র হোসেন বকুল মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা সদরের আলীনগর সামাজিক কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীসহ স্বাধীনতার সকল বীর সেনানীদের আত্বার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিন (দৈনিক প্রথম আলো)। এ সময় সরাইল প্রেসক্লাবের সহসভাপতি জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল(দৈনিক মানব জমিন), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ(দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম(দৈনিক নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম রিপন( দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ(বিজয় টিভি), সদস্য মুরাদ খান (দৈনিক যুগান্তর) ও সাংবাদিক দীপক দেবনাথসহ শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ৫০ বছরের মধ্যে এই প্রথম সরাইলের এই সূর্য সন্তানকে স্মরণ করে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সমাধিস্থলে পুষ্প স্তবক অর্পণ করায় শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পরিবারের লোকজন সরাইল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন