১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) এর ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) এর ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) এর ৫১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার (৪ জুন) বিকালে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।

দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সাবেক দুই বারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। স্বাগত বক্তব্য দেন দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক দেওয়ান রওশন আরা (লাকী)।

সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সরাইল সরাকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামাদুল কামাল,
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী, আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক ছালেক, সাপ্তাহিক পরগণা পত্রিকার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসূফ, উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন পারভেজ, সরাইল শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, ঢাকাস্থ সরাইল সাংবাদিক ফোরামের সদস্য সচিব তৌফিক আহমেদ তফছির, মাসিক সূর্যশপথ পত্রিকার সম্পাদক আবুল কাশেম তালুকদার, ন্যাশনাল আওয়ামী পার্টি সরাইল উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বর, ন্যাশনাল আওয়ামী পার্টি সরাইল উপজেলার সাবেক সভাপতি হাজি মোঃ ওমর আলী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সরাইল উপজেলার সভাপতি দেবদাস শিংহ রায়, লাল সবুজের কবি আবু শামীম মোঃ জবেদ আলী (জন্টু), জামাল মেম্বার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী উত্তম কর্মকার, সমাজকর্মী শহিদুল ইসলাম (স্বপন) ও যুবলীগ নেতা হুমায়ুন আহম্মেদ কবিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন