১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

“ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন”-সরাইলে করোনা রোগীকে উদ্ধারকালে ইউএনও এ এস এম মোসা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, যে আল্লাহ রোগ দিয়েছে সে আল্লাই ভাল করবেন, ভয় পাবেন না, সাহস রাখুন।-সরাইলে প্রথম করোনায় আক্রান্ত রোগী শামীমা আক্তারকে উদ্ধার করে জেলা বক্ষ ব্যধি হাসপাতালে আইসোলেশনে নেয়ার সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এ কথা বলেন। সারা বিশ্ব তথা সারা দেশ করোনা আতংকের মাঝে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অনান্য উপজেলায় করোনা রোগী সনাক্ত হলেও সরাইল উপজেলা ছিল করোনায় আক্রান্ত রোগী মুক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত গত মঙ্গলবার(২১এপ্রিল) প্রথমবারের মত সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন এর স্ত্রী শামীমা আক্তার করোনায় আক্রান্ত সনাক্ত হোন। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার নেতৃত্বে পুলিশ, মেডিকেল টিম ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা ছূটেঁ যান শামীমা আক্তার এর তেরকান্দা গ্রামের বাড়িতে। করোনায় আক্রান্ত শামীমা আক্তারকে তাদের বাড়ি থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাগ্যের নির্মম পরিহাসে করোনায় আক্রান্ত জেনে পিতা, মাতা, স্বামী, ছেলে, মেয়ে, পরিবার-পরিজন, আত্বীয়-স্বজন,বাড়িঘর ছেড়ে পিপিই পরিহিত প্রশাসনের লোকজন ও মেডিকেল সদস্যদের সাথে এম্বুলেন্স যোগে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিতে যাওয়ার সময় শামীমা আক্তার(২৬) যখন নিজ বসত ঘর থেকে কেদেঁ কেদেঁ বের হচ্ছেন ঠিক সেই সময় শামীমার কাছে এগিয়ে গিয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা তাকে ভয় না পেতে শান্ত্বনা দেন। করোনায় আক্রান্ত একজন রোগীকে পরম মমতায় শান্তনার বাণী দিয়ে রোগীর মনোবল চাঙ্গা রাখার উদ্যোগকে স্বাগত জানিয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার প্রশংসা করেছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন