সরাইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুল চিকিৎসায় রুমা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। উপজেলা সদরের মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় ঐ প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা ।
রুমা আক্তার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনির বাগ এলাকার আব্দুর রউফ এর মেয়ে।
জানা যায়, রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলার বগুইর এলাকার ইতালি প্রবাসী ওবায়দুর মৃধার স্ত্রী রূমা আক্তারের প্রসব ব্যথা উঠলে সরাইল উপজেলা সদরের বেসরকারি মনোয়ারা হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন।
পরে রূমা আক্তারকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। কিছুক্ষন পরে রুমা আক্তার মারা যান।
পরিবারের দাবি রুমা আক্তার হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছেন। এর পর পর হাসপাতালের লোকজন তড়িগড়ি করে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চালায়। পরিবারের দাবি ভুল চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাকে সঠিক চিকিৎসাই প্রদান করা হয়েছে। রোগীর অবস্থা বেগতিক হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে চিকিৎসক মোঃ ফারুক বলেন, অপারেশনের পরে একটি পুত্রসন্তান জন্ম হয়। কিছুক্ষণ পর রোগীর অতিরিক্ত খিঁচুনি হলে তাকে আর কোনো ভাবেই বাঁচানো সম্ভব হয়নি।
আপনার মন্তব্য লিখুন