সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ৭ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“মানুষ মানুষের জন্যে, সমাজের অসহায় লোকজনের পাশে সরাইল প্রেসক্লাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার(৭মে) সকাল ১০টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা৷ স্বাগত বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দসহ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শতাধিক কর্মহীন, অসহায়, প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন