সরাইলে ফের করোনা আক্রান্ত রোগী সনাক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , ১৬ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফের করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলার শাহবাজপুর পালপাড়ার ওসিম পালের পুত্র সৌরভ পাল এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তিনি নাসিরনগর উপজেলা কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ নোমান মিয়ার সাথে আজ শনিবার দিবাগত রাতে মুঠোফোনে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিৎ করেছেন। উল্লেখ্য ইতিপূর্বে সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের শামীমা আক্তার নামে এক মহিলা তাঁর স্বামীর সাথে নারায়নগঞ্জ থেকে সরাইলে আসার পর করোনা পজিটিভ সনাক্ত হোন। পরে প্রশাসনের তত্বাবধানে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়ার পর তিনি করোনামুক্ত হয়ে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন। সেই থেকে সরাইল উপজেলা করোনামুক্ত হলেও সৌরভ পালের করোনা আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে ফের সরাইলে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সরকারি বিধি-নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সতর্ক অবস্থায় চলাচল করতে পরামর্শ দিয়েছেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া।
আপনার মন্তব্য লিখুন