সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ , ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সীমিত আকারে পালিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন সরকারি বিধি অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে যথাযথ উদ্যোগ গ্রহন করেছেন। আজ মঙ্গলবার(১৭মার্চ) সকাল ৬টা ৫মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তপোধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর সীমিত আকারের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সরকার বৃহৎ আকারে আনুষ্ঠানিকতা স্থগিত করায় উপজেলার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা সীমিত করে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষ রোপনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন করেছেন। সকাল সাড়ে ১০টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা আনুষ্ঠানিকভাবে আম রুপালি ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন করেছেন। এ সময় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংবাদিক তাসলিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন