১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো: আনোয়ার হোসেন মাস্টার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

FB_IMG_1543426437723FB_IMG_1543559281903

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। বুধবার(২৮নভেম্বর) বিকালে নিজ দলীয় সমর্থক ও এলাকাবাসীকে নিয়ে সরাইল উপজেলা সহকারি রিটার্নিং অফিসার এ এস এম মোসার নিকট তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন। চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মো: আনোয়ার হোসেন মাস্টার বলেন অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করে ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি নবগঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পুনরায় পেয়েছি। অনেক মামলা হামলা ও ঝর ঝাপঁটা মাথায় নিয়ে দুর্দিনে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় কর্মকান্ড চালিয়েছি। ওয়ান ইলেভেনে জেল খেটেছি। দলের নীতি নির্ধারকগণ দলের প্রতি আমার ত্যাগ বিবেচনা করে ত্যাগের মূল্যায়ন হিসেবে চূড়ান্তভাবে আমাকে এ আসনে মনোনয়ন দেওয়া হলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দলকে আসনটি উপহার দিতে পারব । এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এন তরুন দে উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের নিকট দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, বাবুল মিয়া, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো: কামাল মিয়া, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম সেলু, যুবদলের সহসভাতি মো: বায়েস, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সাজিন, বিএনপি নেতা মোবারক মিয়াসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত এ আসনে বিএনপি দলীয় ৯জন প্রার্থীসহ মোট ২৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৯ডিসেম্বর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন