১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুঞ্জ) আসনের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ , ১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

20180614_041814

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির আহবায়ক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য(এমপি) এডভোকেট  জিয়াউল হক মৃধা আহত হয়েছেন ২৭রমজান(১৩জুন ) বুধবার উপজেলার নোয়াগাওঁ গ্রামে ইফতার মাহফিলে যোগদান শেষে ফেরার পথে তিনি আহত হয়েছেন। ঘটনার সময় আহত এমপির সাথে  থাকা  সরাইল ডিগ্রী কলেজের(সদ্য জাতীয়করণকৃত) অধ্যক্ষ ও এমপির ছোট ভাই  মৃধা আহমাদুল কামাল সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন,  ২৭রমজান আমা‌দের দাদার আমল থে‌কেই ‌নিজ গোষ্ঠীর লোক‌দের ইফতার করা‌নোর প্রথা চ‌লে আস‌ছে। তারই ধারাবা‌হিকতা রক্ষা‌র্থে আমরা ইফতা‌রের আ‌য়োজন ক‌রি। ফেরার প‌থে নোয়াগাঁও হাফিজ সা‌হেবের বা‌ড়ির বাজা‌র ক্রস করার সময় জনাব খসরু ও আমা‌দের মামাত ভাই না‌হিদ, চা খাওয়ার জ‌ন্যে পীড়া‌পিড়ী ক‌রতে থাক‌লে তি‌নি অসুস্থ থাকা স‌ত্বেও তা‌দের অনু‌রোধ রাখ‌তে বাধ্য হন। জায়গাটা ছিল আবছা অন্ধকার। গাড়ি থে‌কে নে‌মে পা বা‌ড়াতেই আচমকা সদ্য নি‌র্মিত আড়াই ফিট গভীর ড্রেনে বাম পা’ট‌ি চলে যায় আর ডান পা‌য়ের উপর শরী‌রের পু‌রো চাপ প‌ড়ে। ফ‌লে ডান পা‌য়ের ঘটার উপ‌রের হাড় খা‌নিকটা ফে‌টে যায়। মহান আল্লাহর অ‌শেষ রহমত যে, আ‌রো মারাত্মক ক্ষ‌তি থে‌কে রক্ষা ক‌রে‌ছেন। ডাক্তার পূর্ণ বিশ্রা‌মে থাকার পরামর্শ দি‌য়ে‌ছেন। সক‌লের কা‌ছে ওনার দ্রুত আ‌রো‌গ্যের জ‌ন্যে দোয়া চা‌চ্ছি। আহত এডভোকেট জিয়াউল হক মৃধা এমপির ব্যক্তিগত কর্মকর্তা(পিএস) শেখ সিরাজুল ইসলাম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতার মাহফিল হতে ফেরার পথে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে এমপি মহোদয়ের ডান পা আঘাত পেয়ে আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া নিউ ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে আছেন। এমপি মহোদয়ের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন