১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে দ্বিতীয় বারের মতো অনলাইন ভিত্তিক সংগঠন “সেবানন্দের” উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

১৩ ৪ ৫৬

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২য় বারের মতো অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন ‘সেবানন্দ’,  এর উদ্যোগে জেলার সরাইল থানার চুন্টা পুর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  সহকারী শিক্ষক সোয়েব আহমেদ সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে প্রায় ২০০শত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে খাতা-কলম ও পুষ্টিকর বিস্কুট বিতরণ করা হয়। এসময় স্কুল ভিত্তিক এই কার্যক্রম সম্পর্কে সেবানন্দ সংগঠনের সিনিয়র এডমিন দেলোয়ার উদ্দিন ও আরেক সিনিয়র এডমিন জাকির হোসেন বলেন প্রাথমিক স্তরে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেভাবে ঝড়ে পরে তার থেকে কিভাবে বের হয়ে আসা যায় তার একটা ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছি আমরা। এই ঝড়ে পরা হয়তো শতভাগ রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরেও আমাদের এই কার্যক্রম দেখে যদি একটি শিশুও আনন্দিত-উৎসাহিত হয়ে স্কুলগামী হয় তবে ধরে নেবো এটাই আমাদের সফলতা। তাছাড়া শিশুদের নিয়মিত স্কুলে আসা খেলাধুলা করা ও মন দিয়ে লেখা পড়া করার জন্য উপদেশ মুলক বানী প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে  জাগ্রত করা আমাদের সবারই দায়িত্ব। আমরা আশাকরি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসবেন। আমাদের ইচ্ছে আমাদের সরাইল ব্রাহ্মনবাড়িয়ার প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম চালিয়ে যাওয়া এবং ইনশাল্লাহ আমরা একদিন সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দেবো। অন্তত একদিনের জন্য হলেও কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অদম্য সাহসের সাথে আরো এগিয়ে যেতে পারি। এছাড়া গত ৬ই এপ্রিল ২০১৮ ইং সনে সেবানন্দ গ্রপ, একজন অসহায় কাজ করতে অক্ষম এক বাবার হাতে বিবাহযোগ্য মেয়ের জন্য সেবানন্দ গ্রপের সার্মথ্য অনুযায়ী স্থানীয় বিশিষ্ট সমাবেজসেবী এডভোকেট নাজমুল হোসেন ও ৭ নং ওর্য়াডের মেম্বার জনাব মোসাহেদ মোল্লা ও স্থানীয় জনগনের উপস্থিতিতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। সেবানন্দ বিশ্বাস করে মানব সেবার মাধ্যমেই যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখা ও সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ও একটি সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব। “সেবানন্দ আছে মনে প্রানে, সর্বদা মানবতার জয়গানে” এই স্লোগান বুকে ধারন করে সেবানন্দের উদ্যোগে শিক্ষা উপকরণ ও বিস্কুট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন  ফারজানা আক্তার, দেলোয়ার হোসেন দিল,মাজাহারুল ইসলাম ইব্রাহীম, নাহিদ হাসান,আকতার হোসেন, রাজিব,মামুন,রাশেদ বিন শামসুল, সবুজ বিল্লাল, আলামিন, জাবের, তাজুল, শরিফ, রায়হান, নাসরিন, স্বর্না, শাওন, মেঘ, সুলতানা, ওয়াহিদ, ফয়েজ, তফসির, নয়ন, ওয়াসেল, রাহাত, খোকনসহ সেবানন্দ গ্রপের অন্যান্য এডমিন ও মোডারেটরবৃন্দ।

Chat conversation end
Type a message…
 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন