১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে সিগারেট মুক্ত “ঠাকুর স্টোর” এর মালিক শফিক ঠাকুরকে পুলিশ প্রশাসনের ফুলেল সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

FB_IMG_1519795111799

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও সিগারেটমুক্ত দোকানী শফিক ঠাকুরকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন সিনিয়র এএসপি (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির ও সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া। সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ানপাড়া গ্রামে অবস্থিত  সম্পূর্নভাবে মাদক, সিগারেট বেচা-কেনা ও ধূমপান  মুক্ত ঠাকুর স্টোর দোকানের মালিক শফিক ঠাকুরকে সম্প্রতি এ সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, শফিকুর রহমান এর “ঠাকুর স্টোর” নামক দোকানে “সিগারেট মুক্ত দোকান” নামে মাদকের বিরুদ্ধে প্রচারণামুলক লিফলেট সংযুক্ত করেন। এতে করে এলাকায় জনসচেতনা বৃদ্ধির পাশপাশি মাদকের বিরুদ্ধে প্রচারনা শুরু হয়। বিষয়টি উপজেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে পুলিশ প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ ব্যপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার ( সরাইল সার্কেল) মোহাম্মদ মনিরুজ্জামান ফকির বলেন, “মাদকের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ তা প্রশাসন, সাধারণ জনগণ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, যুবসমাজ এবং ছাত্র সমাজ সবাই এক সাথে মিলে-মিশে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আজকের যুব সমাজ প্রত্যাশা করেন যে, প্রত্যেকটা দোকানে যদি এই ধরনের মাদক  বিরোধী লিফলেট সংযুক্ত করা হতো তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে ছাত্র সমাজ সিগারেট এর নাগালের বাইরে থাকত এবং ফলে তারা মাদকাসক্ত হয়ে পড়ত না”। যেহেতু ধুমপান সমস্ত নেশার কারণ সেহেতু আমাদের যুব সমাজ এ নেশায় আসক্ত হলে বিভিন্ন ধরনের অ-সামাজিক কর্মকান্ডে জড়িত হয়ে পড়বে এবং এর ভয়াল গ্রাস তাদের জীবন ধ্বংশ করে দিবে। তাই এ ব্যপারে সর্বস্তরের জনতাকে রুখে দাঁড়াতে হবে। এ ব্যপারে শফিক ঠাকুর বলেন সিগারেট মুক্ত দোকানী হিসেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে সংবর্ধিত করায় আমি অত্যন্ত আনন্দিত। অন্তত আমার নৈতিক কাজের স্বীকৃতি পেয়েছি। এই জন্য সরাইল থানা পুলিশ ও এএসপি সার্কেল মহোদয়কে ধন্যবাদ। মাদক ও সিগারেট মুক্ত দোকানের মাধ্যমে আমার জীবনজীবিকা আল্লাহর রহমতে ভালই চলছে। তবে মাদক এর বিরোদ্ধে আমার আজীবন সংগ্রাম চলবে ইনশাল্লাহ।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন