সরাইল শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রুহুল আমীন(রুহুল) এর সঞ্চালনায় শাবাজপুর কার্যালয়ে আজ ২৪নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত উক্ত সভায় নবগঠিত শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্য পরস্পরের সাথে পরিচিত হোন এবং সকলে মিলে মিশে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করার পাশপাশি দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় আহবায়ক কমিটির পক্ষ থেকে সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় যেকোনো কর্মসূচী ইউনিয়ন পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে নেতৃবৃন্দ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন