সরাইল অন্নদা মাঠে ১০দিন ব্যপি ৪৩তম তাফসীরুল কুরআন মাহফিল ২৫নভেম্বর শনিবার বাদ আছর থেকে শুরু, সকল প্রস্তুতি সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ২৩ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৪৩তম তাফসীরুল কুরআন মাহফিল ২৫নভেম্বর শনিবার বাদ আছর থেকে শুরু হতে যাচ্ছে। সরাইল তাফসির কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য ৪৩তম ঐতিহাসিক এ মাহফিল প্রত্যহ বাদ আছর থেকে শুরু হবে এবং ৪ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। সরাইল উপজেলার সবচেয়ে বয়জ্যোষ্ট আলেম, মালিহাতা মাদ্রাসার প্রিন্সিপাল, সরাইল তাফসীর কমিটির সভাপতি আল্লামা শায়েখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মাহফিলে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সরাইল তাফসীর কমিটির সহ-সভাপতি, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা মফতি সামছুল হক । এতে তাফসীর ফরমাইবেন আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, আল্লামা হাফেজ তাফাজ্জল হক হবিগঞ্জী, আল্লামা মুফতি জাফর আহমদ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনসারী, আল্লামা জুনাঈদ আল-হাবিব, আল্লামা আবু তাহের জিহাদী, আল্লামা মুফতি ওলিয়র রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূরুল করীম বেলালী, আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, আল্লামা নোমান আল-হাবিবী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা কামাল উদ্দিন কাসেমী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা মেরাজুল হক কাসেমী, মুফতি মাজহারুল হক কাসেমী, মাওলানা ছিবগাতুল্লাহ নূর, মুফতি কেফায়েতুল্লাহ আল-মাহদী, মাওলানা মুফতি আব্দুল হান্নান, মাওলানা কাউছার আহমদ হাসানী প্রমুখ। এব্যাপারে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সরাইল তাফসীর কমিটি সূত্রে জানা গেছে। ঐতিহাসিক ৪৩তম তাফসীরুল কুরআন মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা, আন্তরিক দোয়া ও মাহফিলে উপস্থিতি কামনা করেছেন সরাইল তাফসীর কমিটি।
আপনার মন্তব্য লিখুন