সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ১৪ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এম এ করিম সরাইল।(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিদ্যালয়ের অভিভাবক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক ফখরুদ্দিন হৃদয়। অভিভাবকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন মনির উদ্দিন সোহেল, নেহেরা বেগম, শেফালী বেগম, সালমা আক্তার, সুমিত্রা রানী, কাজী আকলিমা আক্তার, সাদিয়া আফরিন৷ নাঈম উদ্দিন ঠাকুর, শিরিনা বেগম ও হাফেজ জামাল উদ্দিন।
বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোহাম্মদ আব্দুল করিম।
আপনার মন্তব্য লিখুন