প্রতিহতের ঘোষনা উপেক্ষা করে সরাইলে রুমিন ফারহানার জনসভা, মানুষের ঢ্ল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
প্রতিহতের ঘোষনা উপেক্ষা করে সরাইলে রুমিন ফারহানার জনসভা, মানুষের ঢল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিহতের ঘোষনা উপেক্ষা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার জনসভায় মানুষের ঢ্ল নামে। শনিবার(২৮ জুন) বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
চুন্টা ইউনিয়ন বিএনপির ব্যানারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
এদিকে পূর্ব ঘোষিত এ সভাকে ঘিরে চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের দাবি চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিকে বাদ দিয়ে চুন্টায় বিএনপির কোনো সভা করা দলীয় শৃংখলা পরিপন্থী। এ নিয়ে চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির উদ্যোগে চুন্টা বাজারে দফায় দফায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে সভা প্রতিহতের ঘোষনা দেওয়া দেয় বর্তমান কমিটির নেতৃবৃন্দ। এ ঘোষনাকে উপেক্ষা করে চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে ব্যারিস্টার রুমিন ফারহানার জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক লোক সমাগম হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা বিধান চন্দ্র ও ছাত্রদলের সাবেক নেতা আল আমিন।
আপনার মন্তব্য লিখুন