২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

EN

ছাত্র-জনতার দখলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

ছাত্র-জনতার দখলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড 

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

 ছাত্র-জনতার দখলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সমর্থনে রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড দখলে নেয় ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সকাল ১০ টার দিকে সরাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আংশিক নেতা-কর্মীরা উপজেলা সদরে একটি মিছিল বের করে। পরে সকাল ১১ টার দিকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের  কিছুসংখ্যক নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারী কয়েকজন ছাত্রের উপর চড়াও হয়।

 এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে আন্দোলনকারী ছাত্র-জনতা কুট্টাপাড়া মোড়ে অবস্থানরত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। এ সময় প্রাণ বাঁচাতে নেতা-কর্মীরা সেখান থেকে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

এ ঘটনার পর বিক্ষুদ্ধ আন্দোলনকারী ছাত্র-জনতার একাংশ উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরোদ্ধে ভূয়া ভুয়া স্লোগান দিতে থাকে।

বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারী ছাত্র-জনতার সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায় হাজার হাজার ছাত্র-জনতা ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া ও  বিশ্বরোড এলাকা দখলে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুপুরের দিকে আন্দোলনকারী ছাত্র-জনতা বিশ্বরোধ গোল চত্বর এলাকায় মহাসড়কে জোহরের নামাজ আদায় করতে দেখা যায়। এ সময় মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশরোড এলাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন