২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

EN

বিক্ষোভে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

বিক্ষোভে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাp

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা। সারা দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে  একাত্বতা প্রকাশ ও গণহারে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্থরের জনগণের ব্যানারে শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ১১ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা কুট্টাপাড়া খেলার মাঠে প্রথমে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে  বিভিন্ন শ্রেণি পেশার লোকজন যোগ দিতে থাকে । পরে সমবেত ছাত্র-জনতার একটি বিশাল মিছিল কুট্টাপাড়া খেলার মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মো: দুর্জয় মাহমুদ এর নেতৃত্বে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় লাল শালুক হোটেলের সামনে মহাসড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে।  এ সময় মহাসড়কের বিশ্ব্রোড এলাকা ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দুই ঘন্টা ব্যপি চলমান বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচী সমাপ্ত করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন