সরাইলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন হেমেন্দ্র দেবনাত্থ, নতুন নাম মো: হিমেল তালুকদার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ৩ মে ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন হেমেন্দ্র দেবনাত্থ, নতুন নাম মো: হিমেল তালুকদার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন হেমেন্দ্র দেবনাথ নামের এক হিন্দু যুবক। উপজেলার সদর ইউনিয়নের নাথপাড়া এলাকার বাসিন্দা হেমেন্দ্র দেবনাথ শুক্রবার (৩ মে) উপজেলা সদরের বিকাল বাজার শাহী জামে মসজিদে উপস্থিত হয়ে বাদ জুম্মা
ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা, পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিনসহ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে (১২৫ নম্বর) ১২/১/২০২৩ তারিখে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।
বর্তমানে তার নাম মো: হিমেল তালুকদার। পেশায় তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎক বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন