১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল, চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল, চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারমান পদ প্রার্থী, সরাইল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার এর ব্যক্তি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও নিজ গ্রামের সর্বস্তরের লোকজনের সম্মানে ও কবরবাসীদের আত্বার মাগফেরাত কামনায় কুট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসায় শুক্রবার (৫ এপ্রিল) বাদ আছর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে সর্বস্তরের লোকজনের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ারে সরাইল উপজেলা ছাত্রদল ও যুবদলে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন সফলতার সহিত দায়িত্ব পালন করার পাশাপাশি দীর্ঘ এক যুগেরও বেশি সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নব্বই দশক থেকে শিক্ষকতা শুরু করে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই বিদ্যালয়ের পাশে নিজের জায়গায় তিনি সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল ও ফারজানা ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া তাঁর সহধর্মিনী সৈয়দা ফারজানা খানম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিকভাবে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় পুত্র ডাক্তার জোহেব আল হাসনাঈন আদ দ্বীন মেডিকেল কলেজের শিক্ষক। অপর পুত্র ডাক্তার জিসান আল হাসনাঈন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর  হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া একমাত্র মেয়ে জারিন জার্নাজ স্নিগ্ধা ঢাকার একটি মেডিকেল কলেজে এমববিএস ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছেন।

ইতিমধ্যেই তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া ও মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক ও শিক্ষকতা জীবনের দীর্ঘ ক্যারিয়ারে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডসহ তৃণমূল পর্যায়ে বেশ পরিচিত ও জনপ্রিয়।  এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটারদের আস্থা অর্জন করতে পারলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে ধারণা করছেন অনেকেই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন