ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি টেনে আগামী ২৫ ফেব্রয়ারী/২০২৪ থেকে অবসর জীবনে প্রবেশ করছেন। ইতিমধ্যেই সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিদায় সংবর্ধনা। গত সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ছিল সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শাহজালাল।
একই মঞ্চে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের আহবায়ক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য মো: তাসলিম উদ্দিনসহ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ।
আপনার মন্তব্য লিখুন