সরাইলে মাওলানা নুরু মিয়া সাহেবের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে মাওলানা নুরু মিয়া সাহেবের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের আইরুল কাটানিশার গ্রামের মাওলানা নুরু মিয়া সাহেবের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আইরুল গ্রামে মিলাদ মাহফিল ও বিশেষ খাবারের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন দারমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মেরাজুল হক কাসেমী সাহেব। পরে মাদ্রাসার শতাধিক আলেম ও হাফেজ ছাত্র, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গরীব ও অসহায় লোকজনসহ ৪ শতাধিক লোকদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্যে মাওলানা নুরু মিয়া সাহেব কুমিল্লা হাই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পাশাপাশি নিজ এলাকায় ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া এলাকার জনকল্যাণমূলক কাজের সাথে তিনি জড়িত ছিলেন। ১৯৯৭ সালের ১৬ ডিসেম্বর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।
জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট ও বিবিসিনিউজ টোয়িন্টিফোর এর হেড অব নিউজ সাংবাদিক এমডি জালাল এর জন্মদাতা পিতা মাওলানা নুরু মিয়া সাহেব। প্রতিবছরের ন্যায় সাংবাদিক এমডি জালাল এ বছর তার পিতার ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেন। পিতার রুহের মাগফেরাতের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন