সরাইলে আন্ত:ইউনিয়ন কাবাডি খেলায় সরাইল সদর ইউনিয়ন দল বিজয়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে আন্ত:ইউনিয়ন কাবাডি খেলায় সরাইল সদর ইউনিয়ন দল বিজয়ী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
মহান বিজয় দিবস উপলক্ষে সরাইল থানা পুলিশ কর্তৃক আয়োজিত ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক পরিচালিত আন্ত: ইউনিয়ন কাবাডি খেলার ফাইনাল প্রতিযোগিতায় বালকদের মধ্যে কালিকচ্ছ ইউনিয়ন কাবাডি বালক দলকে পরাজিত করে সরাইল সদর ইউনিয়ন কাবাডি বালক দল বিজয়ী হয়েছে। এদিকে বালিকাদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন কাবাডি বালিকা দলকে পরাজিত করে পানিশ্বর ইউনিয়ন বালিকা কাবাডি দল বিজয়ী হয়েছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত ফাইনাল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাগত সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) মো.রকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খাইরুল হুদা চৌধুরী বাদল, সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সায়েদ মিয়া ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ শিক্ষক, পুলিশের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা ও ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন