ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
অনলাইন নিউজ ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আইনী বাধ্যবাধ্যকতা থাকায় ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মনোনয়ন জমার শেষ দিন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে মৃত্যুবরণ করায় এ আসন শূন্য হয়।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষনার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাইল ও আশুগঞ্জ নির্বাচনী এলাকার জনগণের মাঝে নতুন করে মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও নড়েচড়ে ওঠেছেন। কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে এমন কাউন্ট ডাউন।
আপনার মন্তব্য লিখুন