সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ডাবগাছ পরিচ্ছন্ন শ্রমিকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ডাবগাছ পরিচ্ছন্ন শ্রমিকের
মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ. নবী হোসেন (৩০) নামের এক ডাবগাছ পরিচ্ছন্ন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৩ আগস্ট) বিকালে সরাইল সদর ইউনিয়নের বণিকপাড়ায় হাফেজ মো: এমরান মোল্লা’র বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সদর ইউনিয়নের ছোটদেওয়ান পাড়ার প্রয়াত মো: জাফর মিয়ার ছেলে নবী হোসেন। সে টাকার বিনিময়ে মানুষের বাড়িতে ডাবগাছ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো ।
রোববার বণিকপাড়া এলাকায় হাফেজ মো: এমরান মোল্লা’র বাড়িতে ডাবগাছ পরিস্কার করতে যায় নবী হোসেন । বৃষ্টি থাকায় বাড়ির মালিক তাকে গাছে উঠতে নিষেধ করেছিলেন। নিজের প্রয়োজনের কথা বলে গাছে ওঠে পড়েন নবী হোসেন। গাছের পাশেই একটি জিআই ক্যাবলের সাথে বিদ্যুতের লাইন সংযুক্ত ছিল। কাজ করার সময় অসাবধানতা বশত: ওই জিআই ক্যাবলে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবী হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নবী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
আপনার মন্তব্য লিখুন