৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

আহবায়কঃ মাজহার, যুগ্মআহবায়ক(১)ঃ এনাম, যুগ্ম আহবায়ক(২)ঃ রাশিদ

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অধীনস্থ অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ মাজহারুল হক (মাজহার)কে আহবায়ক, এনামুল হক এনামকে যুগ্ম আহবায়ক(১) ও গাজী আব্দুর রাশিদকে যুগ্মআহবায়ক(২) করে ৩১ সদস্য বিশিষ্ট অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি আজ মঙ্গলবার(১১জানুয়ারী) গঠন করা হয়। আহবায়ক, যুগ্ম আহবায়ক(১) এবং যুগ্ম আহবায়ক(২) এর স্বাক্ষরে অধীনস্থ সকল কমিটি অনুমোদিত হবে বলে উল্লেখ করা হয়।

received_477735840353435 received_233329538977148 received_1818841541840254

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সরাইল উপজেলা শাখার আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু অরুয়াইল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি অনুমোদন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন