১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈনসহ ৬নেতা-কর্মী আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মঈন সড়ক দুর্ঘটায় আহত হয়েছেন। এ সময় সাথে থাকে ৬জন নেতা-কর্মীও আহত হয়েছেন।

 

জানা যায়, আজ মঙ্গলবার(৮জানুয়ারী) দুপুর ১টার দিকে নিজ গ্রাম আশুগঞ্জ উপজেলার তালশহর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশুগঞ্জ হোটেল উজান ভাটিতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে সোনারামপুর নামকস্থানে একটি মালবাহী ট্রাক(সিলেট মেট্রো ট ০২-০১১০) হঠাৎ মোচড় দিয়ে মঈন উদ্দিন মঈনসহ নেতা-কর্মীদের বহনকারী গাড়ীটিকে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈনের মাথা, কপাল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। গাড়িটির সাইড ও পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ও খবর পেয়ে আশুগঞ্জ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। তাঁর সাথে থাকা চরচারতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম কবির, অরুয়াইল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাপ্তান, ডিফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক আজিজুর রহমান সুমন, কাকন, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাফিজ উদ্দিনসহ ৬নেতা-কর্মী এ সময় আহত হয়েছেন। গুরুতর আহত হাফিজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।   ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।উল্লেখ্য বুধবার(৯জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্থগিত হওয়া আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে পুনঃভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন