১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

স্বপ্নজয়ী সরাইলের মেয়ে রিফাত জাহান রিমাঃ লক্ষ্য নির্ধারন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , ১ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

রিফাত জাহান রিমা স্বপ্ন জয়ী এক নারী। তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে(ম্যাজিষ্ট্রেট) নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এই খবরে রিমার পরিবার ও নিকটাত্বীয়দের পাশাপাশি খুশি নিজ উপজেলা সরাইলের জনগণ। আজ বুধবার(১জুলাই) সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাথে একান্ত সাক্ষাৎকারে স্বপ্ন জয়ের কথা জানান রিফাত জাহান রিমা। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা রানিদিয়া গ্রামের নুর আলী মুন্সী বাড়ির হাজী মোঃ শহিদুর রহমান ও মোছাঃ রেহেনা বেগম দম্পতির মেয়ে রিফাত জাহান রিমা। ৩ভাই ও ৭বোনের মধ্যে নবম রিফাত জাহান রিমা ছোট বেলা থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছেন। মেধাবী রিফাত জাহান রিমার পরিবারের স্বপ্ন ছিল সে বড় হয়ে ভাল কিছু একটা করবে। পাশাপাশি নিজের মনে লক্ষ্য স্থির করেছিলেন তিনি বড় হয়ে বিসিএস প্রশাসন ক্যাডার(ম্যাজিষ্ট্রেট) হবেন। সেই লক্ষ্য অর্জনে চলে কঠোর অধ্যবসায়। রানিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়ে সফলতার সহিত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০০৭ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে কৃতিত্বের সহিত মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে ২০০৯ সালে এ প্লাস পেয়ে এইচএসসি পরীক্ষয় উত্তীর্ণ হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজী বিষয়ে অনার্স কোর্সে প্রথম শ্রেণি ও একই বিশ্ববিদ্যালয় ত্থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার ডিগ্রী অর্জন করেন। পড়ালেখা শেষ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ফাকেঁ বাংলাদেশ কৃষি ব্যাংক, সরাইল বিশ্বরোড শাখায় অফিসার পদে প্রথম চাকুরিতে যোগদান করেন। চাকুরী করাকালীন সময়ে ৩৭তম বিসিএস পরীক্ষায় প্রথম বারের মত অংশ গ্রহন করে তিনি নন ক্যাডারে সার্কেল এডজোটেন্ট পদে চূড়ান্তভাবে নিয়োগ পেলেও পরিবারের পরামর্শে উক্ত পদে যোগদান না করে কৃষি ব্যাংকের সরাইল বিশ্বরোড শাখার অফিসার পদের সেই চাকুরিই করতে থাকেন। পরবর্তীতে ৩৮তম বিসিএস পরীক্ষায় দ্বিতীয় বারের মত অংশ গ্রহন করে বিসিএস প্রশাসন(ম্যাজিষ্ট্রেট) ক্যাডারে নিয়োগের জন্য তিনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন। স্বপ্নজয়ী রিফাত জাহান রিমার সাথে একান্ত আলাপচারিতার এক পর্যায়ে তাঁর এই সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। তাঁর পরিবার ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর অবদানের কথা স্বীকার করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের অভিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রমই তাঁকে স্বপ্নজয় করতে সাহায্য করেছে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম ও মনোযোগ সহকারে পড়ালেখা চালিয়ে স্বপ্ন জয়ের পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য রিফাত জাহান রিমার পিতা হাজী শহিদুর রহমান বিএসসি ডিগ্রী পর্যন্ত লেখা-পড়া করে প্রথমে এনজিও চাকুরী করলেও পরবর্তীতে চাকরি ছেড়ে নিজের ফসলী কৃষি জমি দেখাশুনা করেন ও সন্তানদের লেখা-পড়া করানোর সার্বিক দায়িত্ব পালন করেন। মাতা হাজী মোছাঃ রেহেনা বেগম একজন আদর্শ গৃহিনী হিসেবেই দায়িত্ব পালন করেন। ভাই ও বোনদের মধ্যে মোঃ আবুল বাশার রানিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, বশির আহমেদ রানিদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, রাসেল আহমেদ এলএলবি অধ্যয়নরত, নাজমা বেগম, নাসিরগর ধানতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, তাসলিমা বেগম, পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, আকলিমা বেগম, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মহিমা বেগম, বিজয়নগর নোয়াবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সালমা আক্তার এসএসসি পাশ করে গৃহিনী ও ইসরাত জাহান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সদ্য অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। সরাইল বিশ্বরোড কৃষি ব্যাংক শাখার অফিসার পদে কর্মরত ও বিসিএস প্রশান ক্যাডারে(ম্যাজিষ্ট্রেট) নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত রিফাত জাহান রিমা ব্যক্তিগত জীবনে অবিবাহিত। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন