১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৭, স্কুলটিকে হাইস্কুল করণে প্রয়োজনীয় সবকিছু করা হবে-এড: জিয়াউল হক মৃধা এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

২০১৫সালে সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলটি আমি  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর থেকেই সুনামের সহিত বিদ্যালয়টির পাঠদান চলছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। অভিভাবক ও এলাকার বিভিন্ন লোকজনের আজকের অনুষ্ঠানে স্বত:স্ফূর্ত উপস্থিতি বিদ্যালয়টির সফলতা প্রমান করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল করিম মাস্টারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে বিদ্যালয়টি হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এছাড়া পরবর্তীতে বিদ্যালয়টি এমপিওভুক্তিকরণেও সবকিছু করা হবে। আজ শনিবার(৩০ডিসেম্বর) সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল -আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মো: জিয়াউল হক মৃধা এ কথা বলেন। সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো: রহমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ  চেয়ারম্যান আলহাজ্ব এড: মো: আব্দুর রহমান, সরাইল ডিগ্রী কলেজের(সদ্য জাতীয়করণকৃত)  অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: ইসমত আলী, দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুল, সরাইল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম এ মজিদ বক্স,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো: ফরহাদ চৌধুরী। বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, এস টেলিভিশনের সরাইল প্রতিনিধি মো : মুরাদ খানসহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন স্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৪৬জন কৃতকার্য ছাত্র-ছাত্রীদের মধ্যে যুগ্মভাবে ৫৩জন ছাত্র-ছাত্রীকে প্রথম পুরস্কার, ৩৭জনকে দ্বিতীয় পুরস্কার, ৩৪জনকে তৃতীয় পুরস্কার এবং  ১২২জনকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ করিম মাস্টার সকল অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়টির জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন