সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন দুলাল মাহমুদ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন দুলাল মাহমুদ আলী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক পুরানা পল্টন লাইন ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শনিবার (১৯এপ্রিল) বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী উপস্থিত থেকে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো: আর কে রিপণসহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী বলেন, সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে সনদপত্র ও সম্মাননা স্বারক প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের পুরস্কার আমার ভাল কাজের গতিকে আরও বেশি অনুপ্রানিত করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন আমাকে বিশেষ সম্মাননা সনদ ও স্বারক প্রদান করায় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ সেবায় আরও অধিকতর আত্বনিয়োগ করে মানুষের কল্যাণে যেন সর্ব্দা কাজ করতে পারি এইজন্য দলীয় নেতা-কর্মী ও প্রিয় এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হউন।
আপনার মন্তব্য লিখুন