সরাইল বিএনপির উদ্যোগে বৈশাখ উৎসব উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
সরাইল বিএনপির উদ্যোগে বৈশাখ উৎসব উদযাপন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ উৎসব উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে পান্তা উৎসবের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। পরে উচালিয়াপাড়া মোড় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে একটি বর্ষবরণ র্যালি অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত র্যালিতে অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন