সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আহবায়ক: আইয়ুব খান, সদস্য সচিব: মোহাম্মদ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আহবায়ক: আইয়ুব খান, সদস্য সচিব: মোহাম্মদ আলী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সরাইল উপজেলার প্রাচীনতম সাংবাদিক সংগঠন সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় তিন বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম।
সভায় উপস্থিত প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। আগামী ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রি: বর্তমান কার্যকরী কমিটির ৩ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের সর্ব সম্মত সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে মো: আইয়ুব খানকে আহবায়ক ও মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: মাহবুব খান, সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এবং তৌফিক আহমেদ তফছির।
আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক উক্ত আহবায়ক কমিটি পরবর্তী কার্যকরী কমিটি নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন