১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ , ২৮ জানুয়ারি ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার(২৭জানুয়ারী) স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।   সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির ছাত্রী মৈত্রী ভৌমিক পূজা জানান, ৫টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।  সুষ্ঠু, নিরপেক্ষ ভোট গ্রহন নিশ্চিত করতে নির্বাচনে শৃংখলা রক্ষায় বিদ্যালয়ের স্কাউটস সদস্যদের  নিয়োজিত করা হয়। প্রতি বুথে একজন প্রিজাইডিং, একজন সহকারি প্রিজাইডিং ও একজন পোলিং অফিসার নিয়োগ করে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ষষ্ট থেকে দশম শ্রেণির মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। বিকাল ২টা থেকে ভোট গণনা শুরু হয়। বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় মাঠে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।   মোট ১৬জন প্রার্থীর মধ্যে ৮জন জন নির্বাচিত হন।  ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, শিক্ষক-শিক্ষিকামন্ডলী, প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের মনোনীত এজেন্ট, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৫৯ জন। এদের মধ্যে ৩২১জন ভোট দেন। এদের মধ্যে বৈধ ভোট ২৫৯টি এবং বাতিল ভোট ৬২টি। নির্বাচনে বিজয়ীরা হলেন সালমা আক্তার (দশম শ্রেণি, প্রাপ্ত ভোট:২২৭), তানজিম তাবাসসুম প্রিতু(ষষ্ট শ্রেণি, ২১৬ভোট), মেধা ঠাকুর(সপ্তম শ্রেণি, ১৮৪ভোট), নুজহাতুন মাহমুদা সাথী(সপ্তম শ্রেণি, ১৬২ভোট), সুমাইয়া আক্তার নূর( নবম শ্রেণি, ১৫৫ভোট), ইসাবা ইমরোজ(ষষ্ঠ শ্রেণি, ১৫৩ভোট), শায়লা আক্তার জেরিন(দশম শ্রেণি, ১৫২ভোট), মেহের সুলতানা ওমরা(অষ্টম শ্রেণি, ১১৯ভোট)।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন