সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নির্বাচিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
সরকারি বিধি অনুযায়ী সোমবার (১৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আনোয়ার হোসেনসহ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
আপনার মন্তব্য লিখুন