সরাইলে “হাজি মুকসুদ আলী নিন্মমাধ্যমিক বিদ্যালয়” এর একাডেমিক ভবন উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ , ৩০ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে “হাজি মুকসুদ আলী নিন্মমাধ্যমিক বিদ্যালয়” এর একাডেমিক ভবন উদ্বোধন
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অবস্থিত হাজি মুকসুদ আলী নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকালে নবনির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভুঁইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক ও এমপি পুত্র মাইনুল হাসান তুষার, এডভোকেট ওসমান গণি, বিএনপি নেতা ইয়াকুব মিয়া,আজগর আলী মাষ্টার, মহবত আলী মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি তাঁর পিতা হাজী মুকসুদ আলীর নামে নিজ গ্রাম পরমানন্দপুরে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিদ্যালয়টি এমপিওভুক্তিকরণ ও নতুন পাকা একাডেমিক ভবন নির্মাণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে হাওড় বেষ্টিত ঐ এলাকার সর্বস্তরের মানুষ খুশি বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।
আপনার মন্তব্য লিখুন