সরাইলে সড়ক দুঘর্টনায় চেয়ারম্যানসহ ২জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগেডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শান্তিনগর নামক স্থানে মোটর সাইকেল ও মালবাহী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ জুয়েল(৩৩) ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রনি(৩০)। সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় আশুগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সরাইল বিশ্বরোড মোড়ে আসার পথে শান্তিনগর নামক স্থানে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী দুই জনের মধ্যে ছাত্রদল নেতা রনি ঘটনাস্থলে ও গুরতর আহত অবস্থায় চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ জুয়েলকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। সরাইল বিশ্ব রোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শান্তিনগর নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২জনের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন