সরাইলে সরকারি জায়গা দখলমুক্ত করলেন ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে সরকারি জায়গা দখলমুক্ত করলেন ইউএনও
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। এ সময় সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূনি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান ও সরাইল থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উত্তর পাশে প্রায় ১০ শতক সরকারি জায়গায় টিন, বাঁশ দিয়ে গড়ে তোলা ২০টির মত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও বাজার কমিটির সেক্রেটারি বাবুল মিয়াসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছলেন। ।
এ ব্যপারে সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বলেন, সরকারি জায়গা আমরা দখল মুক্ত করেছি। সরকারি জায়গা উদ্ধার কার্যক্রম চলবে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এলাকার তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন