সরাইলে শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন এমদাদুর রহমান এঞ্জু মিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ , ৩ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
সহস্রাধিক মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান এমদাদুর রহমান এঞ্জু মিয়া। শুক্রবার(২অক্টোবর) বাদ জুম্মা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে (কল্যাণপুর) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে , চার মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বৎসর। কর্মজীবনে তিনি বিআরডিবি থেকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহন করেন। অবসর জীবনে তিনি কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪বার নির্বাচিত সভাপতি, পূর্বকুট্টাপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বহুবার সভাপতি, উত্তর কুট্টাপাড়া মসজিদের সভাপতি ও সরাইল থানা কমিউনিটি পুলিশের সভাপতি ছিলেন। তিনি এলাকার একজন সৎধারার শালিশকারক হিসেবেও সুপরিচিত ছিলেন। তাঁর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা কুট্টাপাড়া খেলার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা ও মুরহুমের আপন চাচাত ভাই মোহাম্মদ শাহজাহান মিয়াসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন