১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে শারীরিক প্রতিবন্ধী হয়েও সিএনজি চালিয়ে এতিমদের ভরণ-পোষন করেন বাছির, নিবন্ধিত প্রতিবন্ধী হয়েও ভাতা পাননি ১৫বছর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

sarail pic-2

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

মোঃ বাছির মিয়া(৫০) যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সমাজ সেবা অধিদপ্তরের তালিকাভুক্ত একজন শারীরিক প্রতিবন্ধী(আইডি নং-১৯৭৭১২১৯৪৭৬১০০১৫১-০২)। ৪জন এতিমের ভরণ-পোষনসহ হত দরিদ্র সংসারের হাল ধরে রেখেছেন সিএনজি অটোরিক্সা চালিয়ে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সম্প্রতি কথা হয় উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মৃত আতর আলীর পুত্র শারীরিক প্রতিবন্ধী মোঃ বাছির মিয়ার সাথে। জানতে চাইলে একান্ত আলাপ চারিতায় অনর্গল বলতে থাকেন তাঁর জীবনের দুঃখগাঁথা স্মৃতিকথা। তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে সুস্থ শরীরে টেম্পু চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেই সময় সরাইল থেকে টেম্পু চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে শাহবাজপুর যাওয়ার পথে ইসলামাবাদ নামক স্থানে যুগান্তর নামক দূর পাল্লার একটি বাসের ধাক্কায় তাঁর টেম্পুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় তার কোমড়ের মেরুদন্ড ভেঙ্গে যায়। হত দরিদ্র সংসারে কোনো রকম চিকিৎসায় প্রাণে বেচেঁ গেলেও সোজা হয়ে দাড়াঁনোর ক্ষমতা স্থায়ীভাবে হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে ভাঙা মেরুদন্ড নিয়ে শারীরক প্রতিবন্ধী হয়েও হত দরিদ্র সংসারে ভিক্ষা বৃত্তিকে না বলে ফের সিএনজি অটোরিক্সা চালিয়ে সংসারের হাল ধরেন তিনি। এরই মাঝে চলে যাওয়া ১০বছর পর বাছির মিয়ার বড় ভাই আনসর আলী বিগত ৫বছর পূর্বে দুর্ঘটনায় মারা যান। এ সময় বাধ্য হয়েই মৃত আনসর আলীর এতিম ২ছেলে ও ২মেয়ের ভরণ-পোষনের দায়িত্ব নেন শারীরিক-প্রতিবন্ধী সিএনজি অটোরিক্সা চালক মোঃ বাছির মিয়া। সেই থেকে বড় ভাইয়ের এতিম ৪ সন্তানসহ নিজের ২সন্তানের ভরন-পোষনসহ হত-দরিদ্র সংসারের হাল ধরে রেখেছেন বাছির। সমাজ সেবা অফিসের পক্ষ থেকে কোনো প্রকার ভাতা পান কিনা এমন প্রশ্নের উত্তরে নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধী বাছির মিয়া জানান, এ পর্যন্ত সমাজ সেবা অফিসসহ সরকারি-বেসরকারি কোনো প্রকার ভাতা পান নি তিনি। তবে শারীরিক প্রতিবন্ধী হিসেবে পরিচয় পত্র থাকায় নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা চালানোর সময় মহাসড়কে পুলিশের বাধাঁর মুখে পড়তে হয়নি। বিভিন্ন সময়ে মহাসড়কে পুলিশের চেক পোস্টে পড়লেও শারীরিক প্রতিবন্ধী হিসেবে পরিচয় পত্র থাকায় পুলিশের সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি। হত দরিদ্র সংসারে নিজ সন্তান ও মৃত বড় ভাইয়ের এতিম সন্তানদের ভরণ-পোষনে কষ্ট করে সিএনজি অটোরিক্সা চালিয়ে দীর্ঘ দিন ধরে হাল ধরে রাখলেও শারীরিক অসুস্থতাসহ নানা কারনে সিএনজি অটোরিক্সা চালাতে না পারলেই সংসার চালাতে নানা দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া সময়ের স্রোতে বয়সের ভাসমান গতির কারনে শারীরিক প্রতিবন্ধী হিসেবে সিএনজি অটোরিক্সা চালিয়ে সংসারের হাল ধরে রাখতে দিন দিন হাফিঁয়ে উঠছেন বাছির। হত দরিদ্র সংসারের লাগাম টেনে ধরে রাখতে ও মৃত বড় ভাইয়ের এতিম সন্তানদের ভরণ-পোষনসহ তাদের লেখা-পড়া শিখিয়ে মানুষ করে গড়ে তুলতে দীর্ঘশ্বাস ফেলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন।
শারীরিক প্রতিবন্ধী হিসেবে সরকারি- বেসরকারি যেকোনো আর্থিক সহযোগিতা পেতে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে আকুতি জানিয়েছেন শারীরিক প্রতিবন্ধী অটোরিক্সা চালক মোঃ বাছির মিয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন