১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে শতাধিক জাপা নেতা-কর্মী ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতি বিএনপিতে যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

123026040_2524613771170544_7679029168353651519_o

এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতাধিক জাপা নেতা-কর্মী ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতি বিএনপিতে যোগদান করেছেন। আজ শনিবার(৩১অক্টোবর) বিকালে উপজেলার কালিকচ্ছ এলাকার লস্কর বাড়িতে উক্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনেরএমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার, সরাইল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এনামুল হক লোকমান, কালিকচ্ছ ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও যুবদল নেতা নুরুল আমিন মাস্টার প্রমুখ।

123126353_2524613817837206_3882250596210790437_o

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা স্বেচ্ছা সেবক দল নেতা মো: আব্দুল করিম মাস্টার। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বিএনপি নেতা আলতু মিয়া। পরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতারা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনু মিয়া ও একই ইউনিয়নের চাকসার উত্তর পাড়ার জাপা নেতা মো: সেলিম মিয়ার নেতৃত্বে চাকসার উত্তরপাড়ার মিরছিদ আলী, রজব আলী, বাবুল মিয়া, আজিজ মিয়া, সিরাজ মিয়া, আক্তার হোসেন, আমির আলী, আব্দুস সহিদ, মনসুর মিয়া, হাসমত মিয়া, নুর ইসলাম, কেফায়েত উল্লাহ, হানিফ মিয়া, মানিক মিয়া, কবির মিয়া, জজ মিয়া, ছায়েদ মিয়া, আব্দুল্লাহ, মনির মিয়া, হুমায়ূন মিয়া, হোসেন মিয়া, দৌলত পাড়ার কাপ্তান মিয়া ও গলানিয়া গ্রামের হেলাল মিয়াসহ শতাধিক জাপা নেতা-কর্মী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

123296624_2524613724503882_9055762621172693773_o

এ সময় ছাত্রদল নেতা তানভীর আহমেদ শিহান, মীর ওয়ালীদ উদ্দিন, হৃদয় লস্কর, আল আমিন হোসেন, আকরাম, সবুজসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন