সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপণ করা হয়। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি সরাইল উপজেলা পরিষদ স্বাধীনতা হলরুমে শনিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এনাম খা, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্বা মো.মাহফুজ রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারিকুল ইসলাম তারেক ও যুবদল নেতা মো. জালাল মিয়া প্রমুখ।
সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা জাসাস এর সভাপতি রিপণ ঠাকুরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন