১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে মেধা সম্মাননা ক্রেস্ট পেলেন ডা: জিসান আল হাসনাঈন ও জারিন জার্নাজ স্নিগ্ধা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

20180423_131337

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা সম্মাননা পেলেন ডা: জিসান আল হাসনাঈন ও জারিন জার্নাজ স্নিগ্ধা। গত ২১ এপ্রিল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০বছর পূর্তি অনুষ্ঠানে কুট্টাপাড়া গ্রামের অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সাথে তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ডা: জিসান আল হাসনাঈন ও জারিন জার্নাজ স্নিগ্ধা উপজেলার কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টা  এবং উপজেলার  আলীনগর গ্রামের কৃতি সন্তান, শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার কনিষ্ঠ কন্যা, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সৈয়দা ফারজানা আক্তার  দম্পতির কৃতি সন্তান। ডা: জিসান আল হাসনাঈন ফরিদপুর মেডিকেল কলেজ  থেকে এমবিবিএস পাশ করেছে এবং জারিন জার্নাজ  স্নিগ্ধা বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ কলেজ ঢাকা থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছে। জারিন জার্নাজ স্নিগ্ধা জেএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করার পাশাপাশি ২০১৬সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বোর্ড বৃত্তি পেয়েছে। এ ছাড়া তাদের বড় সন্তান জোহেব আল হাসনাঈন  বাংলাদেশ মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষে অধ্যয়ন করছে। উল্লেখ্য ২১এপ্রিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আজ ২৩ এপ্রিল দুপুরে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: হোসেন আলী ও মো: আলমগীর মিয়া সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে তাদের পিতা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার এর নিকট সম্মাননা ক্রেস্ট দুটি প্রদান করেন। এসময় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন