সরাইলে ভাগিনার লাশ দেখে লাশ হয়ে বাড়ি গেলেন মামা!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , ২৬ জানুয়ারি ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদরের ভাগিনার লাশ দেখতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরে গেলেন মামা। গত মঙ্গলবার এনা পরিবহনের ঘাতক বাস উপজেলার বড় দেওয়ানপাড়ার শুভর প্রাণ কেড়ে নেওয়ার সংবাদ পেয়ে শুভর মামা মেজু মিয়া(৫৫) বড় দেওয়ানপাড়া এসে মৃত শুভর লাশ দেখে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা দ্রুত জেলা সদর হাসপাতালে তাকে নিয়ে যান। সন্ধার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। ভাগিনার মর্মান্তিক মৃত্যুর পর মামার মৃত্যুর ঘটনায় উভয় পরিবারে চলছে শোকের মাতম।
আপনার মন্তব্য লিখুন