সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৯ এপ্রিল) বিকালে বন্ধু ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সাংবাদিক মো. আব্দুল মমিনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোঃ কায়কোবাদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এভিপি ও বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ । অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামাল হোসেন।
বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম রিপণ বলেন, বিভিন্ন দানশীল মানুষের অর্থায়নে বন্ধু ফাউন্ডেশনের মানবিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে। আগামীতেও সকলের সহযোগিতায় মানবিক এ কর্মকান্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তাগণ বন্ধু ফাউন্ডেশনের সকল মানবিক কাজের প্রশংসা করে এ কাজের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন